0
Day
0
Hour
0
Minute

Are you attending at Durga Puja this year?

Inform us…

Please fill the information below so we can arrange properly

Universal Puja Committee, Japan, 2024

জাপানে বসবাসরত সনাতন ধর্মাবলীদের বৃহৎ সংগঠন সার্বজনীন পুজা কমিটি, জাপান যা বিগত ৩০ বছর যাবত জাপানে সনাতন ধর্ম, কৃষ্টি ও সংস্কৃতি পালনের ধারক বাহক হিসেবে খুব সুচারুভাবে ধর্মীয় অনুষ্ঠান পালন করে আসছে গৌরবের সাথে। বাংলাভাষী সনাতনী, ভিন্ন ভাষাভাষী সনাতনী, জাপান ও বহির্বিশ্বে অবস্থানরত সনাতনধর্মে আকৃষ্ট সকল সনাতনীদের এটি একটি সর্ববৃহৎ সংগঠন যা নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় সুনামের সহিত জাপানে পরিচালিত হয়ে আসছে যুগের পর যুগ। এরই  ধারাবাহিকতায় গত ২৮ এপ্রিল ২০২৪ ইং সম্মিলিত অনলাইন ও অফলাইন সংযুক্তির সমন্বয়ে টোকিওস্থ বিভিও হলের, আকাবানে কালচারাল সেন্টারে এক সাধারন সভা অনুষ্ঠিত হয়। উপদেষ্টা পরিষদের সার্বিক তত্ত্বাবধানে ও সকলের মতামতের ভিত্তিতে সভাপতি হিসেবে বিপ্লব মল্লিক ও সাধারন সম্পাদক হিসেবে অঞ্জন দাস নির্বাচিত হয়। একই সাথে সকলের সমর্থনে উপদেষ্টা পরিষদের পূর্ণগঠন ও সুসম্পন্ন হয়।

সভায় সকলের মতামতের ভিত্তিতে ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ সার্বজনীন পুজা কমিটি, জাপান গঠিত হয় যা আগামী দুবছরের জন্য সার্বজনীন পুজা কমিটি, জাপান কর্তৃক সকল প্রকার ধর্মীয় কর্মকাণ্ডের আয়োজন,  অনুশীলন,  উৎযাপন করা ও সেই সাথে সকল প্রকার সামাজিক ও সেবামূলক কাজের দায়িত্ব পালনের সাথে সাথে সুদীর্ঘ ৩০ বছরের ধারাবাহিকতা অব্যাহত রাখবে।

Universal Puja Committee, Japan
Saraswati Puja 2024

INVITATION

WELCOME TO SARASWATI PUJA 2024

Invitation

WELCOME TO SHARADIYA DURGA PUJA 2023

Questions? Call us at 080-3945-4180